ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জীবন দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করব: বাহাউদ্দিন নাছিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
জীবন দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করব: বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করব। বাংলাদেশ আজ আত্মমর্যাদায় উদ্ভাসিত।

শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ স্বস্তি পায়, সাহস পায়।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকেরপাড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার কাছে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশের প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। শেখ হাসিনার নেতৃত্বেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। অন্য রাজনৈতিক দল নির্বাচনে এসে জনমত যাচাই করে দেখুক। হুমকি দিয়ে নির্বাচন বানচাল করার কোনো সুযোগ দেওয়া হবে না। এটিই আওয়ামী লীগের শপথ।  

আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, যারা সন্ত্রাসের রাজনীতি করে, ধ্বংসের রাজনীতি করে, যারা হাওয়া ভবনে থেকে দুর্নীতি করে, তাদের হাতে দেশকে ছেড়ে দেওয়া হবে না।  

মাদারীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন ওরফে সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান,  মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।