ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মগবাজার মোড়ে উত্তর বিএনপির পদযাত্রা, দক্ষিণের শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
মগবাজার মোড়ে উত্তর বিএনপির পদযাত্রা, দক্ষিণের শুভেচ্ছা

ঢাকা: সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন বাস্তবায়নে রাজধানীর গাবতলী থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রা এখন মগবাজার মোড়ে অবস্থান করছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পদযাত্রাটি মগবাজার মোড়ে এসে পৌঁছায়।

 এ সময় সেখানে উপস্থিত থাকা ঢাকা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে পদযাত্রাকে স্বাগত জানান।

মগবাজার মোড়ে আল-আমিন হোটেলের সামনে ট্রাকে মঞ্চ তৈরি করে বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। সেখানে উপস্থিত আছেন দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় চতুর্দিকে ভয়াবহ যানজটের সৃষ্টি হতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।