ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

আড়াইহাজারে আচরণবিধি লঙ্ঘন, নৌকার মেয়র প্রার্থীকে শো-কজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
আড়াইহাজারে আচরণবিধি লঙ্ঘন, নৌকার মেয়র প্রার্থীকে শো-কজ

নারায়ণগঞ্জ: মেয়র নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী হালিম শিকদারকে শো-কজ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আচরণ বিধি না মেনে প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে শো-কজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন।

নির্বাচনের আচরণবিধি মোতাবেক চলার জন্য প্রার্থীদের প্রতি আহ্বানও জানান তিনি।

এর আগে গত রোববার (৭ মে) বিকেলে আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী ও গোপালদী পৌরসভার মেয়র প্রার্থী এন এ হালিমের পক্ষে প্রচারণায় নামেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু মিছিলে নেতৃত্ব দেন। বাবু নিজে নৌকা মার্কার পক্ষে স্লোগান দেন ও সবার কাছে ভোট প্রার্থনা করেন। আড়াইহাজার বাজার থেকে মিছিলটি শুরু হয়ে গোপালদী পর্যন্ত চলে।

এ ছাড়াও নিয়মিত মিছিল, সভা-সমাবেশ, উঠান বৈঠক করছেন হালিম শিকদার।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।