ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

ঢাকা: চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি প্রয়াত চিত্রনায়ক ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, চলচ্চিত্রের নায়ক ফারুক ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এবং মার্জিত স্বভাবের। অসাধারণ অভিনয় গুণে গণমানুষের হৃদয়ের নায়ক হয়েছিল তিনি। মহান আল্লাহ যেন ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাত দান করেন।

এদিকে ফারুকের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসএমএকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।