ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জুনে সাংগঠনিক জেলা প্রতিনিধি সভা করবে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
জুনে সাংগঠনিক জেলা প্রতিনিধি সভা করবে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি

ঢাকা: মে মাসকে সাংগঠনিক মাস ঘোষণা করে ৭৮টি সাংগঠনিক জেলা সফরের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি। প্রতিনিধি সভা করার পক্ষে চূড়ান্ত মত দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি।

 

রোববার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর বারিধারায় বিরোধী দলীয় নেতার মূখপাত্রের বাসভবনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি।  

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি। সভায় ভ্যার্চুয়ালি যুক্ত ছিলেন জাপার প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।  

এতে আরও উপস্থিত ছিলেন- সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন, সাবেক এমপি এমএ গোফরান, এরশাদের সাবেক উপদেষ্টা রফিকুল হক হাফিজ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও খন্দকার মনিরুজ্জামান টিটু।  

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।