ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় যুবদলের ১৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
কুমিল্লায় যুবদলের ১৬ নেতাকর্মী আটক

কুমিল্লা: কুমিল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়ালি বক্তব্য চলার সময় পুলিশ বাধা দিয়েছে। একপর্যায়ে প্রজেক্টর বন্ধ করার নির্দেশনা দেয় পুলিশ।

এ নিয়ে যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। এ ফাঁকে তারেক রহমানের বক্তব্য শেষ হয়ে যায়।  

মঙ্গলবার ( ৪ এপ্রিল) বিকেলে কুমিল্লা টাউন হল কনফারেন্স রুমে আয়োজিত যুবদল-বিএনপির কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।  

ইফতারের পর পুলিশের দায়িত্ব পালনে বাধা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে যুবদলের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বাকচী।

বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু,  কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ অন্যান্যরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেন, ইভিএম নিয়ে সরকার পিছুটান দিয়েছে। এটা শেখ হাসিনা সরকার ও ইসির প্রথম পরাজয়। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আমরা একটু আগে শপথ করেছি। এ শপথ মানুষের অধিকার আদায়ের শপথ।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমান যুবদল যেকোনো সময়ের চেয়ে সুসংগঠিত ও শক্তিশালী। সারাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছে। এ সরকারের পতন ঘটানো ছাড়া কেউ ঘরে ফিরে যাবো না।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।