ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সভাপতি মুন্না, সম্পাদক জাহাঙ্গীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সভাপতি মুন্না, সম্পাদক জাহাঙ্গীর 

লক্ষ্মীপুর: মো. আবু ছিদ্দিক মুন্নাকে সভাপতি ও  জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ইউসুফ পাটওয়ারী এবং সদস্য সচিব বেল্লাল হোসেন কারি স্বাক্ষরিত দলীয় প্যাডে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা দেওয়া হয়।


  
নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি হলেন হাজী মহিন উদ্দিন, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল হাসান রাজু ও ইউসুফ রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. রাসেল।

জেলা শ্রমিক লীগের সভাপতি ইউসুফ এবং সদস্য সচিব বেল্লাল হোসেন বলেন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এক জরুরি সভায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়া সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।