ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দীর্ঘদিন পর রাজপথে মেজর হাফিজ, নেতৃত্ব দিলেন পদযাত্রায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
দীর্ঘদিন পর রাজপথে মেজর হাফিজ, নেতৃত্ব দিলেন পদযাত্রায় ট্রাকে চড়ে গুলশান বিএনপির পদযাত্রায় নেতৃত্ব দেন মেজর হাফিজ

ঢাকা: বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে পদযাত্রা করেছে ঢাকার গুলশান থানা বিএনপি। শনিবার (৪ মার্চ) দুপুরে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

রাজধানীর বাড্ডার সুবাস্তু শপিং মলের সামনে থেকে শুরু করে পদযাত্রটি শেষ হয় গুলশানের নর্দ্দা এলাকায়। এতে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন পর রাজপথে দেখা গেল সাবেক দাপুটে মন্ত্রী, বিএনপির  ভাইস চেয়ারম্যান মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমেদকে।

এসময় বিএনপি নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগন দেন এবং খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
টিএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।