ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘কৃতজ্ঞতাবোধ থেকে জনগণ আবারও নৌকায় ভোট দেবেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
‘কৃতজ্ঞতাবোধ থেকে জনগণ আবারও নৌকায় ভোট দেবেন’

দিনাজপুর: প্রধানমন্ত্রী বিনামূল্যে সবাইকে করোনার ভ্যাকসিন দিয়েছেন সেই কৃতজ্ঞতাবোধ থেকেই জনগণ আবারও নৌকায় ভোট দেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (শীতবস্ত্র) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন,  করোনার সময় সারা বিশ্বেই শোচনীয় অবস্থা ছিল। অনেক উন্নত দেশেও করোনায় অনেক প্রাণহানি হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও সঠিক সময়ে সবাই করোনার ভ্যাকসিন দেওয়ায় সেই ভয়াবহতা থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। আওয়ামী লীগ সরকার কখনো বিএনপির মতো প্রতিহিংসার রাজনীতি করে না। দল মত নির্বিশেষে এদেশের সব জনগণকেই প্রধানমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন। বিনামূল্যে এ করোনার ভ্যাকসিন দেওয়া ও জীবন রক্ষার কৃতজ্ঞতাবোধ থেকেই জনগণ আবারও নৌকায় ভোট দেবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোসনা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী।

পরে উপস্থিত সদর উপজেলার ১০টি ইউনিয়নের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র উপহার (কম্বল) বিরতণ করা হয়।

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সহ সভাপতি ওহায়েদুল আলম আর্টিস্টসহ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।