ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল

কুমিল্লা: ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সড়ক ঘুরে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।  

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু।  

তিনি বলেন, অবৈধ সরকার মানুষের অধিকার হরণ করেছে। আর সুযোগ দেওয়া যাবে না। নেতাকর্মীদের কেন্দ্রের ডাকে মাঠে থাকতে হবে। ফ্যাসিবাদ এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব ইনশাআল্লাহ। পরে তিনি মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।