ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের ১০ দফা ঘোষণা মুক্তিযুদ্ধে অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
বিএনপি-জামায়াতের ১০ দফা ঘোষণা মুক্তিযুদ্ধে অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র: মেনন

ঢাকা: বিজয়ের মাসে বিএনপি জামাতের ১০ দফা ঘোষণা এদেশে মুক্তিযুদ্ধের অর্জনের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে বাংলাদেশ যুবমৈত্রীর ৮ম কাউন্সিল উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে বিএনপি জামাতের ১০ দফা ঘোষণা এদেশে মুক্তিযুদ্ধের অর্জনের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। এদেশের জনগণ অবশ্যই জানেন সামরিক জান্তা জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান বদলিয়ে যে রাষ্ট্র চরিত্র নির্ধারণ করেছিলেন তা ছিল প্রগতির বিরুদ্ধে পশ্চাতপদতার সংস্কার। পুনরায় ঐ অন্ধকারের শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

কাউন্সিলের উদ্বোধন করেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা, যুব মৈত্রীর সাবেক সভাপতি ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য, নুর আহমদ বকুল প্রমুখ।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী কলিন্স এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সানি

উদ্বোধনী অধিবেশনে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সভাপতি সাব্বাহ আলী কলিন্স।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
আরকেআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।