undefined
মেয়র হিসেবে তিনি প্রথমে একটি সুষ্ঠু জরিপের মাধ্যমে গোপালগঞ্জ সদরের প্রতিটি অবকাঠামোর সমস্যা নির্ধারণ করবেন এবং সঠিক পরিমাণে বরাদ্দ নিয়ে উন্নয়নে অগ্রসর হবেন। এলাকায় শিক্ষিত জনগোষ্ঠী বৃদ্ধি, বেকার সমস্যা দূর করা, নারী উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে নতুন মেয়রের কাছে প্রত্যাশা অনেক। এসব বিষয়ে তিনি ভূমিকা রাখবেন এক ধাপ উপরে- এটাই তো চাওয়া।
এছাড়া দুর্নীতি ও কালোবাজারি যাতে না হয় সেদিকেও প্রশাসনকে সঙ্গে নিয়ে মেয়র সৃষ্টি করবেন জবাবদিহিতার সংস্কৃতি এমন চাওয়া বা দাবি আমার একার নয়, প্রতিটি সচেতন পৌরবাসীর।
তরুণ সমাজের উদ্ভাবন ও কৃষক-শ্রমিকদের চাওয়া-পাওয়া নিয়ে মেয়র জনসংযোগ ও তার উন্নয়নের প্রয়োগ করতে প্রস্তুত থাকবেন-ঠিক এমনই একজনকে চায় গোপালগঞ্জবাসী। এটি শুধু আমার একক চাওয়া নয়, সবার চাওয়া।
স্কুল, কলেজ, লাইব্রেরি প্রতিষ্ঠা, পরিষ্কার নগরায়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন সর্বোপরি একটি শিক্ষিত, পরিষ্কার নগর গড়ে উঠুক এটাই সবার দাবি। আমিও তাই চাই।
নাম: নাসিমুল ইসলাম,
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পৌরসভা: গোপালগঞ্জ সদর, জেলা: গোপালগঞ্জ।
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আইএ
** পৌরভবনে হয়রানি নয়
** সুমিত চান দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল পৌর-মেয়র
** মেয়র হতে হবে যোগ্য ও কৌশলী, মত আরিফ রিজভীর
** বাজিতপুর পৌরবাসীর নিরাপত্তা বিধান চান নাসরুল
** জনগণের পাশে থাকার মেয়র চান সীতাকুণ্ডের ইমরান
** শিক্ষিত-দায়িত্বশীল মেয়র চান কটিয়াদীর অমিত
** মেয়র হিসেবে সৎ-দক্ষ ব্যবস্থাপক চান ফেনীর মাইন উদ্দিন
** অলস-অহংকারী মেয়র চান না লাকসামের রবিন
** কেমন মেয়র চাই