ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় হোটেল ব্যাবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
মাগুরায় সড়ক দুর্ঘটনায় হোটেল ব্যাবসায়ী নিহত হান্নান শিকদার

মাগুরা: মাগুরার সড়ক দুর্ঘটনায় হান্নান শিকদার (৪৫) নামে এক হোটেল ব্যাবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মহম্মদপুর উপজেলা সদরের মহম্মদপুর-মাগুরা সড়কের শ্যামনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হান্নান শিকদার মহম্মদপুর উপজেলা সদরের আতিয়ার শিকদারের ছেলে।

স্বজনরা জানান, হান্নান শিকদার মোটরসাইকেল করে উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে মহম্মদপুর-মাগুরা সড়কের শ্যামনগর এলাকায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।