ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে ৬ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
রংপুরে ৬ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা ইটভাটায় অভিযান

রংপুর: পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমসহ অনিয়মের দায়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার ছয় ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩), পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।

মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। র‍্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এমএইচবি, এএফটি, আরডিএস, বিবিএ, এমটিএস ও এএসবি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।  

রংপুরের সব উপজেলায় ধারাবাহিকভাবে এ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।