ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব বাদুরতলা এলাকার মো. জয়নাল খানের ছেলে মো. আবু সাইদ খান (৩২) ও বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে আব্দুস শুক্কুর (২৫)।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের বাগড়ি ব্রিজ ও বাজার ব্রিজ সংলগ্ন খালে অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়। এ সময় বালুবাহী দু’টি জাহাজ ও আনলোড একটি জাহাজ জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন বলেন, রাজাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।