ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নারী ও শিশু ধর্ষণ বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
নারী ও শিশু ধর্ষণ বন্ধের দাবিতে মানববন্ধন

ঢাকা: নারী ও শিশু ধর্ষণ বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুল আরা হক মিনু, দিলরুবা খান, দেলোয়ারা ইয়াসমিন, শারমিন সিদ্দিকী সোমাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা অন্য নারী সাংবাদিকরা।

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, বিভিন্ন শ্রেণীর পাঠ্যসূচিতে সচেতনতার জন্য নারী সম্পর্কে শিক্ষণীয় তথ্য তুলে ধরতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যেই নারীদের শ্রদ্ধার বিষয়টি শেখাতে হবে।  

তিনি বলেন, প্রতিনিয়ত সমাজে ধর্ষণ বাড়ছে। তা প্রতিহত করার জন্য ধর্ষণ আইনের পরিবর্তন করে আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি সংবিধানের বিভিন্ন ধারায় নারীর সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেকটি স্কুলে মেয়ে শিক্ষার্থীদের আত্মরক্ষার বিষয়ে নানা কৌশল শিখাতে হবে। প্রয়োজনে স্কুলে স্কুলে কারতে শিক্ষার ব্যবস্থা রাখতে হবে।

মানববন্ধনে বক্তারা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবি জানান। যাতে কেউই এমন ঘৃণিত কাজ করার সাহস না পায়।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
পিএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।