ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
গৌরীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত তিথি পাল

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বালু বোঝাই ট্রাকচাপায় তিথি পাল (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার সহপাঠী রুপা চক্রবর্তী।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার গৌরীপুর বাজারের ধান মহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিথি পাল তার বান্ধবীর সঙ্গে কোচিংয়ে যাওয়ার পথে বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিথির মৃত্যু হয়। এ সময় আহত হয় তিথির এক সহপাঠী। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে। তিথি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম রঞ্জন কুমার পাল।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
একে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।