ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নীলসাগর ট্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
নীলসাগর ট্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নীলফামারী: ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনের একটি কেবিন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে মরদেহটি সৈয়দপুর রেলওয়ে থানায় রাখা রয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে। রাত ২টার দিকে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে কেবিনে একজনের মরদেহ দেখে সৈয়দপুর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সৈয়দপুর জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক মমিন বাংলানিউজকে জানান, ওই ব্যক্তির ঢাকা ও রংপুরে বাড়ি রয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে আত্মীয়-স্বজনদের পরিচয় মিলেছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।