ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইসলামের মৌলিক কোনো পার্থক্য নেই: ধর্মপ্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ইসলামের মৌলিক কোনো পার্থক্য নেই: ধর্মপ্রতিমন্ত্রী বক্তব্য রাখছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। ছবি: বাংলানিউজ

গাজীপুর: ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, বিশ্ব ইজতেমা পৃথিবীর কাছে একটি পবিত্র স্থান। বিদেশে ইজতেমা মানেই টঙ্গীর বিশ্ব ইজতেমা। ইসলামের মৌলিক কোনো পার্থক্য নেই।

‌তি‌নি ব‌লেন, তাবলিগ যারা করেন অত্যন্ত নিঃস্বার্থভাবে, তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। ছোট-খাটো ভুল যদি থাকে, এগুলো সমাধান করে আগামীতে আবার সুন্দরভাবে ইজতেমা হোক, এটা সব লোকের কাছে আমাদের আবেদন।

বৃহস্পতিবার (৯ জানুয়া‌রি) দুপুরে ইজ‌তেমা উপল‌ক্ষে হামদার্দ ওয়াকফ বাংলাদেশ লিমিটেডের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

হামদার্দ ওয়াকফ বাংলাদেশ লিমিটেডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে মাওলানা জুবায়ের অনুসারি মুসল্লিরা অংশ নিচ্ছেন। ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। পরে চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। এতে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়া‌রি ০৯, ২০২০।
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।