ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হেঁটে-নৌপথে ইজতেমায় মুসল্লিরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
হেঁটে-নৌপথে ইজতেমায় মুসল্লিরা

আশুলিয়া (ঢাকা): শুক্রবার (১০ জানুয়ারি) ৫৫তম বিশ্ব ইজতেমা শুরু। এদিন সারাদেশসহ বিদেশের মুসল্লিরা এসে ইজতেমায় অংশ নেবেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকেই সারাদেশ থেকে দলে দলে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা।

কিন্তু গাজীপুরের টঙ্গীতে আয়োজিত বিশ্ব ইজতেমায় পৌঁছাতে গিয়ে মুসল্লিদের অনেক বেগ পেতে হচ্ছে। পরিবহন দীর্ঘ যানজটে ফেঁসে যাওয়া দূর-দূরান্ত থেকে আসা ইজতেমাগামী মানুষ বৃষ্টি মাথায় নিয়ে পায়ে হেঁটে, নৌপথে নৌকায় ও ট্রলারে করে ইজতেমার ময়দানে যাচ্ছেন।

সর্বশেষ জানা গেছে, দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল, জামগড়া, আশুলিয়া, ধাউর ও কামারপাড়া বাসস্ট্যান্ডে যানবাহনগুলো দীর্ঘ যানজটে আটকে আছে। এতে এ সড়ক দিয়ে চলাচলরত টঙ্গীগামী ইজতেমার মুসল্লিরাসহ ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজেরে শিক্ষার্থীরাসহ সাধারণ যাত্রীরা।

রাজশাহীর নদুয়াতুল ইসলাম কওমী মাদাসা থেকে ইজতেমায় বাসে করে এসেছেন প্রায় ৫০ জন মুসল্লি। যাত্রাপথে আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় এসে দীর্ঘ দুই ঘণ্টা যানজটে থাকার পর এখন বাধ্য হয়ে বাস ছেড়ে দিয়ে নৌকা ভাড়া করে টঙ্গী তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে যাচ্ছেন।  

মাদ্রাসাটির এক শিক্ষকের সঙ্গে কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, আমরা বুধবরা (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী সদর থেকে ২২ হাজার টাকা দিয়ে বাস ভাড়া করে রওনা হয়েছিলাম। বাইপাইল পর্যন্ত আসতে আমাদের ৪ ঘণ্টার মতো লেগেছে। কিন্তু বাইপাইল থেকে বেড়িবাঁধ পর্যন্ত আসতে আরও তিন ঘণ্টা লেগে গেছে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি নদী পথে নৌকায় করে ইজতেমার ময়দানে যাবো। এখন বাস ছেড়ে দিয়ে একটি নৌকা ১২০০ টাকায় ভাড়া করে ইজতেমায় যাচ্ছি।

মাথায় বালিশ আর কাঁথা নিয়ে হেঁটে যাচ্ছেন ইকবাল নামের এক যুবক। তিনি বাংলানিউজকে বলেন, এবারই প্রথম ইজতেমায় যাচ্ছি। দুপুরে আশুলিয়া বাসস্ট্যান্ডে বাস থেকে নামিয়ে দিয়েছে। এরপর ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেছি।

উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার আব্দুল হানিফ বাংলানিউজকে বলেন, ফজরের নামাজের পর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইজতেমার কারণে হঠাৎ করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা এখন বেড়িবাঁধে দাঁড়িয়ে ইজতেমাগামী পরিবহনগুলোকে আব্দুল্লাপুর যেতে দিচ্ছি ও ট্রাকগুলোকে মিরপুর রোড়ে পাঠিয়ে দিচ্ছি। এছাড়া যাত্রীবাহী বাসগুলোকেও বিকল্প পথ দিয়ে যেতে বলা হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ।

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে তিন দিনের ইজতেমা ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১১ ও ১২ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম পর্ব। এরপর চারদিন শেষে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।