ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই বৃদ্ধার মৃত্যু

রংপুর: রংপুরে শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

তারা হলেন- রংপুর নগরীর কোটারপাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী আরেফা বেগম (৮৫) এবং নগরীর স্টেশন আলমনগর এলাকার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৯০)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গত ৪ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলন নিহত দুই বৃদ্ধা। তাদের শরীরের ৮০ শতাংশ বার্ন ছিল। এছাড়া গত দুইদিনে আরও তিনজন নারী দগ্ধ হয়ে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের শরীরের ৪৫ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্ককাজনক। বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ৩০ জন চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, গত ১৫ দিনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ১০ জন মারা গেছেন। এদের মধ্যে সাতজন নারী ও দুইজন শিশু ছিলো।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।