ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
লাখ টাকা ঘুষ নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক দুদক টিমের হাতে আটক খাদ্য কর্মকর্তা ইলিয়াস। ছবি: বাংলানিউজ

খুলনা: ঘুষ নেওয়ার সময় খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা ইলিয়াছ হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া খাদ্য কর্মকর্তার অফিস থেকে তাকে আটক করে দুদকের একটি দল। এসময় তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি মণ্ডল।

তিনি জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালের কেজিপ্রতি তিন টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াস। এ অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পেতে তাকে আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমআরএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।