ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ের তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, কমছে না বাতাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
পঞ্চগড়ের তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, কমছে না বাতাস

পঞ্চগড়: পঞ্চগড়ে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ বাড়লেও কমছেনা উত্তর থেকে বয়ে আসা বাতাস ও শীতের দাপট। 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস বিষয়টি জানায়। এরআগে, গতকাল বুধবার (৮ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, পঞ্চগড়সহ সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া শীত, ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের দাপট দিন দিন বৃদ্ধির কারণে প্রায় জনশূন্য হয়ে থাকছে হাট-বাজরগুলো। দিনের বেলা কিছু সংখ্যক লোক দেখা গেলেও সন্ধ্যার পর ও রাতের সময়টা প্রায় জনশূন্য বাজারগুলো। আর যারা ঘর থেকে বের হচ্ছে তারা প্রয়োজন ছাড়া বের হচ্ছে না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।