ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোরহানউদ্দিনে যুবলীগ নেতাসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
বোরহানউদ্দিনে যুবলীগ নেতাসহ আটক ৯

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ৩১৩ পিস ইয়াবাসহ উপজেলা যুবলীগের সম্পাদকসহ নয়জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (০৯ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার কুঞ্জজেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান, মামুন, মোকাম্মেল, সবুজ, মঞ্জু, কবির, সাদ্দাম, সাহাবুদ্দিন ও মাকসুদ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, রাতে কুঞ্জেরহাট বাজারে মাদক ব্যবসায়ীদের আড্ডা ও মাদকের কেনা বেচা চলছিল। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল মাদকের আস্তানায় অভিযান চালিয়ে যুবলীগের সাধারণ সম্পাদকসহ নয়জনকে আটক করে। এ সময় তাদের কাছ থকে ৩১৩ পিস ইয়াবা ও এক কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বোরহান উদ্দিন থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।