ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গলাচিপায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
গলাচিপায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় আগুনমুখা নদীতে নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টা পর আইয়ুব নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় পানপট্টি লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদী থেকে আইয়ুবের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা।

নিহত আইয়ুব পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চরমৈশাদী গ্রামের আবুল মাস্টারের ছেলে।

গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, নদীতে লাশের সন্ধান পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি পুলিশ হেফাজতে রেখে পুরোপুরি সনাক্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।  

উল্লেখ্য, গত সোমবার (৬ জানুয়ারি) পানপট্টি লঞ্চঘাটে একটি ডাবল কেবিন ডেকার বোটের সঙ্গে যাত্রীসহ একটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটের আরোহী চারজনের তিনজনকে উদ্ধার করা হলেও আইয়ুব নিখোঁজ হয়ে যান। ঘটনার দু’দিন পর তার মরদেহ খুঁজে পাওয়া গেল।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।