ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে প্রায় ৫ লাখ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
সিরাজগঞ্জে প্রায় ৫ লাখ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে প্রায় পৌনে ৫ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে জেলা স্বাস্থ্য বিভাগ। ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ২ হাজারেরও বেশি কেন্দ্র থেকে এই টিকা খাওয়ানো হবে।

বুধবার (৮ জানুয়ারি)  সকাল ১১টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম।  

তিনি বলেন, ১৪টি স্থায়ী, ২০৫৪ টি অস্থায়ী, ১১০টি অতিরিক্ত ও ২৫টি ভ্রাম্যমাণ মিলে মোট ২২০৩টি টিকা কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা খাওয়ানো হবে।

৬ থেকে ১১ মাস বয়সী ৫০ হাজার ৯০৮ জন শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ক্যাপসুল। ১ থেকে ৫ বছর বয়সী ৪ লাখ ২১ হাজার ৪৩২ জন শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি জেলার ৬টি উপজেলার ২৯টি দুর্গম চরাঞ্চলেও এই টিকা কার্যক্রম চলবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলো খোলা থাকবে।

ওরিয়েন্টেশন কর্মশালায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, বাবু ইসলাম ও ডা. নূরে জান্নাত স্বপ্না।  

বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।