ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রদ্রোহ মামলায় নোয়াখালীতে জামায়াত নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
রাষ্ট্রদ্রোহ মামলায় নোয়াখালীতে জামায়াত নেতা কারাগারে

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা কমিটির কোষাধ্যক্ষ নুর হোসেনকে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে, মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা উপজেলার কেন্দুরবাগ অক্সফোড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ। তার দায়িত্বকালীন ২০১৯ সালের ক্যালেন্ডারে জাতীয় শোক দিবসকে আনন্দ দিবস উল্লেখ করার ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় শুভ নামে এক ছাত্রনেতা আদালতে একটি মামলা করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রাষ্ট্রদ্রোহমূলক কাজ করার অপরাধে মামলা রুজু হয়। পরে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে অধ্যক্ষ নুর হোসেনকে উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।