ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় আটক ১৬ জেলেকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
পাথরঘাটায় আটক ১৬ জেলেকে জরিমানা

পাথরঘাটা(বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা থেকে এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলারসহ আটক ১৬ জেলেকে ২ হাজার টাকা করে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ কম্বিং অভিযানে ৭ মণ জাটকা ও ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়।

পরে রাত ৮টার দিকে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয় এবং আটক ১৬ জেলেকে ৩২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।