ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে শাজাহান শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। শাজাহান হরিশংকরপুর উত্তর লাহিনী এলাকার সাত্তার শেখের ছেলে।

 

পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার বাংলানিউজকে জানান, শাজাহান রেল লাইনের ওপরে দাঁড়িয়ে মোবাইলফোনে কথা বলছিলেন। এমন সময় পোড়াদহ থেকে ছেড়ে যাওয়া গোয়ালনন্দগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।