ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাবির সেই ছাত্রীর নিরাপত্তাসহ সব সহায়তা দিচ্ছে মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ঢাবির সেই ছাত্রীর নিরাপত্তাসহ সব সহায়তা দিচ্ছে মন্ত্রণালয়

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ছাত্রীর নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তার বিষয়ে সব ধরনের সহযোগিতা করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিবৃবতে ওই ঘটনার তীব্র নিন্দাও জানানো হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়, সরকার যখন নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, সুরক্ষা ও কর্মসংস্থানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তখন এ ধরনের ঘটনা দুঃখজনক।


 
‘নির্যাতিত ছাত্রী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। ’

তার নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তার বিষয়ে সব ধরনের সহযোগিতা এ মন্ত্রণালয় হতে প্রদান করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়, এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।