ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচ দফা দাবিতে বিপিএসএমটিএ’র মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
পাঁচ দফা দাবিতে বিপিএসএমটিএ’র মানববন্ধন

ঢাকা: মেডিক্যাল টেকনোলজি কোর্স পরিচালনা সংক্রান্ত জটিলতা নিরসনে সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী ‘ওয়ান আমব্রেলা কনসেপ্ট’ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন মো. সিরাজুল ইসলাম, শেখ সাদী, রিপন কুমার পল্লব, শাকিল উদ্দিন ও আবদুল জালিল প্রমুখ।

শফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাস করা বেকার মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ, নতুন পদ সৃষ্টি, সুপ্রিমকোর্টের আদেশ মোতাবেক ‘ওয়ান আমব্রেলা কনসেপ্ট’ বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা- ২০১৮ সংশোধন, ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন ও মেডিক্যাল টেকনোলজি কোর্স চার বছরে রাখতে হবে।

বক্তারা মানববন্ধনে মেডিক্যাল টেকনোলজিস্টদের বেতন দশম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।