ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে রিকশা চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
বান্দরবানে রিকশা চালকের মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানে জাকির হোসেন (৫০) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৯ ডিসেম্বর) সকালে বান্দরবান সদরের রাজার মাঠ সংলগ্ন যাত্রী ছাউনি থেকে ওই রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জাকির হোসেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার সিকদার পাড়ার মৃত লেচু মিয়ার ছেলে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ রাজার মাঠ সংলগ্ন যাত্রী ছাউনি থেকে জাকিরের মরদেহ উদ্ধার করে। মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।