ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ৫ জুয়াড়ি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ত্রিশালে ৫ জুয়াড়ি আটক পাঁচ জুয়াড়ি আটক। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- আক্কাছ আলী (৩৫), শুক্কর ড্রাইভার (৪৮), আনোয়ার (৪৩), মাসুম (২৪) ও কালাম (৫০)।

শাহ কামাল আকন্দ বলেন, বিকেলে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চেলেরঘাট এলাকা থেকে ওই পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।