ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
হোসেনপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রাক্টরচাপায় আরজুল ইসলাম আরজু (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের নারায়ণডহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আরজু উপজেলার উত্তর পুমদী গ্রামের মো. সুরুজ আলীর ছেলে।

তিনি ছয় নম্বর পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন।

ছয় নম্বর পুমদী ইউপির চেয়ারম্যান মো. মাহাবুবুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে হোসেনপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আরজু। পথে নারায়ণডহর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ট্রাক্টরটি আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।