ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
পাবনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পাবনা: পাবনায় মো. শাহ আলম (৪৫) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়। শাহ আলম পাবনা পৌর এলাকার নারায়ানপুর মহল্লার মৃত. জমির উদ্দিনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, পাবনা পুলিশের নিয়মিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি আরো জানান, ২০০৯ সালে একটি মাদক মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।