ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় এবিএম ইলিয়াস হোসেন মিয়া (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিখির গ্রামের বাসিন্দা।

তিনি কাশিয়ানী উপজেলার পারকরফা আলীয়া মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপারিটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে মাদ্রাসায় কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইলিয়াস। পথে কালনা এলাকায় এলে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সবুজ বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।