ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে সমসাময়িক সমস্যা নিয়ে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
গাংনীতে সমসাময়িক সমস্যা নিয়ে মতবিনিময় সভা সভায় অতিথিরা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি, ইভটিজিং, বাল্যবিয়ে ও সমসাময়িক সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা পুলিশিং ফোরাম এ সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আবু জাফর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মো. আনিছুর রহমান।

এসময় গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক অধ্যক্ষ হাবিবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র সরকার, মেহেরপুর জেলা পুলিশের ডিআইও ওয়ান ফারুক হোসেন, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের পিটিএ কমিটির সদস্য মনিরুজ্জামান আতুসহ স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রীরা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ রাজু আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।