ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সেচের পানি ছাড়লো আশুগঞ্জে অ্যাগ্রো ইরিগেশন প্রকল্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
সেচের পানি ছাড়লো আশুগঞ্জে অ্যাগ্রো ইরিগেশন প্রকল্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএডিসির তত্ত্বাবধানে আশুগঞ্জ-পলাশ অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্প চলতি বছরের সেচের পানি ছাড়লো।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার পাওয়ার স্টেশনের অভ্যন্তরে ইনটেক প্রধান স্লুইচ গেট খুলে দিয়ে এ পানি ছাড়া হয়।

আশুগঞ্জ-পলাশ অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওবায়েদ হোসেন এ পানি ছাড়েন।

চলতি ইরি-বোরো মৌসুমে এ প্রকল্পের অধীনে ১ লাখ ৮ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যে ২৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হবে। গত বছরের তুলনায় চলতি বছর সেচের আওতা ও উৎপাদনের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ (বিএডিসি)।

এসময় আরো উপস্থিত ছিলেন- আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. কবির হোসেন, মো. হারুন অর রশিদ, মো. গোলাম মাওলা, বিএডিসির সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও রনি সাহা।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।