ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ফেনসিডিলসহ আইনজীবী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
বরিশালে ফেনসিডিলসহ আইনজীবী আটক ফেনসিডিলসহ আটক অ্যাডভোকেট সাইদুল হক খান জুয়েল

বরিশাল: বরিশালে ফেনসিডিলসহ সাইদুল হক খান জুয়েল নামে এক আইনজীবীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১২টার তাকে বরিশাল নগরের নাজিরমহল্লার নিজ বাসা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাডভোকে সাইদুল হক খান জুয়েলের বাসায় অভিযান চালানো হয়।  

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

অ্যাডভোকেট সাইদুল হক খান জুয়েল বরিশালের আদালতে এজিপি (সহকারী গভমেন্ট প্লিটার) হিসেবেও দায়িত্বরত রয়েছেন।

বাংলা‌দেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়া‌রি ২০, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।