ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় হাত-পা বেঁধে কাদায় ফেলে নৈশপ্রহরীকে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
পূর্বধলায় হাত-পা বেঁধে কাদায় ফেলে নৈশপ্রহরীকে খুন

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে হাত-পা ও মুখ বেঁধে কাদায় ফেলে আবু মিয়া (৬০) নামে বাজারের এক নৈশপ্রহরীকে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ জানুয়ারি) সকালে ওই ইউনিয়নের দত্তকোণিয়া বাজারের কর্দমাক্ত ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের লাউয়ারী গ্রামের বাসিন্দা।


 
ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা দত্তকোণিয়া বাজারের পাশে কর্দমাক্ত জমিতে নৈশপ্রহরী আবু মিয়ার মরদেহ দেখতে পান। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, আবু মিয়া রাতে নিজের দায়িত্বপালনের সময় কাউকে অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেখে ফেললে তাকে হত্যা করা হয়েছে।

এদিকে চেয়ারম্যানের সঙ্গে একমত পোষণ করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।