ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
মৌলভীবাজারে বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের বেরীরচর এলাকায় বেরি লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৃদ্ধার নাম ঠিকানা এখনো নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা জানিয়েছেন তাকে মঙ্গলী বলে ডাকা হত। তিনি শহরের দরগা মহল্লার বাসিন্দা।

পুলিশ সুপার শাহ জালাল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এক যুবক বৃদ্ধাকে তার মা বলে দাবি করছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।