ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে অস্ত্রসহ জঙ্গি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
কালাইয়ে অস্ত্রসহ জঙ্গি আটক অস্ত্রসহ আটক জঙ্গি

জয়পুরহাট: নাশকতা পরিকল্পনা করার অভিযোগে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাখড়া সেতুর পাশ থেকে নূর আলম (৩২) নামে এক জঙ্গি সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ৭টি ককটেল ও ১০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়েছে।  

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে কালাই থানা পুলিশ এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। নুর আলম জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকার বাসিন্দা।


 
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুমন কুমার রায় জানান, শনিবার ভোরে ক্ষেতলাল-বগুড়া সড়কের বাখড়া সেতুর পাশে কয়েকজন জঙ্গি সদস্য নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জঙ্গিরা পালাতে সক্ষম হলেও জামালগঞ্জ চারমাথা এলাকার নুর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স নামের এক জঙ্গি সদস্যকে আটক করে পুলিশ। এ ঘটনায় কালাই থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।