ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: কুয়াশা কেটে যাওয়ায় প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিলো।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর থেকে নৌরুট এলাকায় ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।  

এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টায় নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।  

তবে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকা মিলে চার শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান ঘাট সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।