ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পৃথক ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
যশোরে পৃথক ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪ নিহতরা। ছবি: বাংলানিউজ

যশোর: যশোর সদর উপজেলায় দুর্বৃত্তদের পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার নোঙরপুর ও ঝিকরগাছার চাপাতলায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)একেএম আজমল হুদা।

তিনি জানান, ভোরে সদর উপজেলার নোঙরপুরে দু'দল দুর্বৃত্তদের মধ্যে গুলি বিনিময়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞতপরিচয় দুই ব্যক্তির মরদেহ ও অস্ত্র উদ্ধার করা হয়।

অন্যদিকে ঝিকরগাছা থানার উপ পরিদর্শক(এসআই)রফিক বাংলানিউজকে জানান, ভোরে উপজেলার চাপাতলা বিলের মধ্যে দু'দল ডাকাত গুলি বিনিময়ের খবর পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞতপরিচয় দু’জনের মরদেহ ও অস্ত্র, গুলি এবং কয়েকটি ধারালো দা ও চাইনিজ কুড়াল উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।