ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
সিলেটে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

সিলেট: সিলেটে মাসুম আহমদ নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ ২৫ হাজার টাকাসহ প্রায় পৌনে চার লাখ টাকার মালপত্র ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে নগরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মাসুম নগরের ওয়েস্ট ওয়ার্ল্ডের ওয়েডিং এশিয়া ভিডিও দোকানের কর্মচারী।

তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাসুম আহমদের সঙ্গে থাকা সহকর্মী আব্দুল করিম বাংলানিউজকে বলেন, আমরা ভাড়া নেওয়া তিনটি ক্যামেরা ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে রিকশায় করে আনিশা প্রোডাকশন নামে একটি প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। এসময় অটোরিকশায় করে আসা তিন ছিনতাইকারী আমাদের গতিরোধ করেন এবং মাসুমকে ছুরিকাঘাত করে তার হাতে থাকা তিনটি ক্যামেরা, ২৫ হাজার এবং দু’টি মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যান।  

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১৭
এনইউ/বিএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।