ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দুদকের মামলায় পিরোজপুর ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
দুদকের মামলায় পিরোজপুর ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


 
তিনি জানান, সেতাফুল কিশোরগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে অসৎ উদ্দেশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অননুমোদিত এলএ-কেস (ভূমি অধিগ্রহণ মামলা) এর বিপরীতে সরকারের নগদ পাঁচ কোটি টাকা আত্মসা‍ৎ করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয় ও বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাদের  সমন্বয়ে গঠিত বিশেষ টিমের সদস্যরা তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসজে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।