ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশকে নিশ্চিত সমর্থন ভারতের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশকে নিশ্চিত সমর্থন ভারতের আবুল হাসান মাহমুদ আলী ও সুষমা স্বরাজ

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে নিশ্চিত সমর্থনের আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বুধবার (১৭ জানুয়ারি) নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বাংলাদেশে পক্ষে যাবতীয় সহযোগিতা ও সমর্থন ভারতের রয়েছে বলে জানান তিনি।

ভারতের রাজধানী দিল্লিতে চলমান রাইসিনা ডায়ালগের তৃতীয় আসরে অংশ নিতে গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) চারদিনে ভারত সফরে যান পররাষ্টমন্ত্রী মাহমুদ আলী।  

সফরে চলমান রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সাক্ষাৎ তার হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।