ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজদিখানে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
সিরাজদিখানে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া মিরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মীরাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মমিন উদ্দিনের ছেলে হুজাইফা (০৪) ও তার মেয়ে রোবাইয়া (০৩)।

 

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে তারা দুইজন খেলা করছিলো। এরপর থেকে তারা নিখোঁজ ছিলো। অনেক খোঁজখুজির পর ওই পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।  

রাজানগর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সদস্য সারোয়ার লস্কর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।