ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
গাজীপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুরর্বাটি এলাকায় এক নারীকে হত্যার দায়ে আলমগীর (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর কালীগঞ্জ উপজেলার ছোট দেওলিয়া এলাকার মৃত সফুর উদ্দিনে ছেলে।

নিহত সাজেদা বেগম (৩৫) একই উপজেলার দুরর্বাটি এলাকার নবির হোসেনের স্ত্রী।  

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৫ আগস্ট রাতে কালীগঞ্জ উপজেলার দুরর্বাটি এলাকায় নবির হোসেনের ঘরে সিঁধ কেটে চুরি করতে যায় আলমগীর। এ সময় তার গৃহবধূ সাজেদা বেগম আলমগীরকে চিনে ফেললে সে শাবল দিয়ে ওই গৃহবধূকে আঘাত করে হত্যা করে।  

এ ঘটনার পর নিহত সাজেদার স্বামী নবির হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার (১৭ জানুয়ারি) আলমগীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।  

রায় ঘোষণার সময় আসামি আলমগীর আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।

অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।