ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেতাগীতে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
বেতাগীতে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

বরগুনা: বরগুনার বেতাগীতে মো. সিদ্দিক প্যাদা (৩৪) নামে এক যুবককে গাঁজাসহ আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপঙ্কর দাশ এ দণ্ড দেন। এর আগে সকাল ১০টার দিকে বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দের নেতৃত্বে বেতাগী উপজেলার বকুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরিদর্শক মো. ফরহাদ আকন্দ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্দিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।